ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি

 ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি

ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার এর কাজ কি কি


বাংলাদেশ একটি শিল্প ভিত্তিক রাষ্ট্র এবং এদেশের অধিকাংশ দরিদ্র লোকজন শিল্প-কারখানার উপর নির্ভর করে জীবিকা অর্জন করে।গার্মেন্টস শিল্পের মধ্যে ফিনিশিং একটি গুরুত্বপূর্ণ সেকশন এবং এখানে কোয়ালিটি রক্ষার জন্য প্রতি লাইনে একজন কোয়ালিটি কন্ট্রোলার দেয়া হয়।ফিনিশিং গার্মেন্টস এর কোয়ালিটি রক্ষার জন্য একজন ফিনিশিং কন্ট্রোলার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকে।পর্যায়ক্রমে ফিনিশিং কন্ট্রোলারের কাজ সমূহ কে আলোচনা করা হলো:


১.লাইনে কাজ শুরু করার আগে এপ্রুভ স্যাম্পল হাতে আনা এবং রানিং স্টাইলের সাথে স্যাম্পল টি মিলিয়ে দেখা যেন কোন ভুল ত্রুটি আছে কিনা

২.লাইনের কাজ সমূহ দায়িত্বপ্রাপ্ত কোয়ালিটি ইন্সপেক্টর দের বুঝিয়ে দেওয়া।


৩.লাইনের অনন্য লোকজনের সাথে কোয়ালিটি নিশ্চিত করার জন্য মিটিং করা।


৪.লাইনের গার্মেন্টস সমূহ মেজারমেন্ট করে দেখা এবং প্রতিদিন রিপোর্ট করা।


৫.কোন কিছুর বোঝার দরকার হলে বায়ার এর অধীনস্থ জিপি কিউদের সাথে আলোচনা করা বা লাইনের ম্যানেজারদের সাথে আলাপ আলোচনা করা।


৬.লাইনে রানিং স্টাইলের সেফটি ইস্যু গুলো নিশ্চিত করা যাতে ইনস্পেকশন ফেল না হয়।


৭.সময়মতো শিপমেন্ট স্যাম্পল তৈরি করা এবং অধীনস্থ জিপি কিউদের কে প্রদান করা।


৮.লাইনের কোয়ালিটি টেবিল গুলোতে কাউন্টার স্যাম্পল ঝোলানো নিশ্চিত করা।


৯.ফাস্ট আউটপুট এনালাইসিস রিপোর্ট করা।


১০.লাইনের মধ্য পরিষ্কার-পরিচ্ছন্ন তা বজায় রাখা।


সুতরাং গার্মেন্টসের ক্ষেত্রে একজন ফিনিশিং কন্ট্রোলার শিপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।যথা সময় শিপমেন্ট করার জন্য একজন ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলারের গুরুত্ব অন অস্বীকার্য।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url