গার্মেন্টস ফিনিসিং কিউ সি এর দ্বায়িত্ব ও কর্তব্যসমূহ
Ad Code Here
গার্মেন্টস ফিনিসিং কিউ সি এর দ্বায়িত্ব ও কর্তব্যসমূহ
১.সঠিক সময়ে
কর্মক্ষেত্রে হাজির হয়ে আইডিকার্ড পাঞ্চকরা
এবং সর্বসময়ে তা পরিধান করে থাকা ।
২.এপ্রোভড স্যাম্পল এর সাথে সকল ধরনের
ট্রিমস ও এক্সেসরিজ মনজোগ সহকারে মিলিয়ে চেক করে নিতে হবে এবং কোন সমস্যা ধরা পরলে দ্রুত তার
উর্ধ্বতন কে জানাতে হবে ।
৩.লেআউট এর
শুরু থেকে গেট আপ পর্যন্ত প্রসেস অনুযায়ী সবগুলো পয়েন্ট সুপারভাইজার এবং অপারেটরদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়া ।
৪.এক টেবিলের
উপর একাধিক স্টাইল /কালার/সাইজ এর গার্মেন্টস না থাকে সেবিষয়ে সর্বক্ষেত্রে মনযোগ রাখা ।
৫.ডিফেক্টেড
ও ওকে গার্মেন্টস যেন একত্রে না থাকে সে বিষয়ে খেয়াল রাখা ।
৬.প্রতি ঘন্টায় একুয়াল
অনুযায়ী চেক করে রিপর্ট করা এবং পাস
করলে পরবর্তি সেকসনে যেতে দেয়া ।
৭.আয়রন করা
গার্মেন্টস গেট আপ চেক করে তার পরে
মেজারমেন্ট করা এবং মেজারমেন্ট রিপোর্ট
করা ।
৮.গার্মেন্টস
এর মেজারমেন্ট ঠিক থাকলে হেনটেক এবং ওয়েস্টটেক
এটাস্ট করতে অনুমতি দেওয়া ।
৯.যে কোন ফানাল
ইস্নপেকশনের সময় খেয়াল রাখা যেন কোন ধরনের কোয়ালিটি ইসুর সমস্যা আছে কিনা । যদি কোন
সমস্যা হয় এবং তা দ্রুত সমাধান যোগ্য তা হলে সঠিক ব্যবস্থা নেয়া ।যাতে ইস্নপেকশন পাস হয় ।
১০.বায়ার এর কোন অডিট
থাকলে ফ্লোরের পরিবেশ
ঠিকমত গুছিয়ে রাখা যা তে অডিটে
কোন ধরনের সমস্যা না পায় ।
১১.সিজার কাটার
,ভোমর রেধে কোয়ালিটিরা এবং অপারেটর
রা কাজ করছে কি না তা খেয়াল রাখা এবং এগুলো
একটি নির্দিষ্ট জায়গায় রাখা কাজ শেষে ।
১২.ফ্লোর ত্যাগ
কারার সময় কোয়ালিটি ইনচার্জ অথবা
ম্যানেজার কে অবহিত করে বের হওয়া ।
উপরের বিষয়গুলো
যদি এক জন ফিনিসিং কিউসি সঠিক ভাবে মেনে চলে তাহলে সে খুব দ্রুত প্রোমশন পাওয়ার অধিকার রাখবে এবং ডিপাটমেন্ট হেড তার প্রতি সন্তুষ্ট থাকবে ।
ডাউনলোড করুন ফিনিসিং কিউসি এর পিডিএফ
0 Response to "গার্মেন্টস ফিনিসিং কিউ সি এর দ্বায়িত্ব ও কর্তব্যসমূহ "
Post a Comment