রবি সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করার কোড ২০২২
Thursday, March 3, 2022
Add Comment
Ad Code Here
রবি সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করার কোড ২০২২
বন্ধুরা আজকে আমি শিখাবো কিভাবে রবি সিম থেকে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন যেভাবে। আমাদের হয়তো অনেক সময় রবি থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে।
রবি থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম না জানার কারনে আমরা টাকা টান্সফার করতে পারিনা।
তো বন্ধুরা চিন্তার কোন কারণ নেই, আজকে আমি এই পোস্টে দেখাবো কিভাবে আপনি Robi To Robi SIM Balance Transfer করবেন।
আপনি যদি জানতে চান কিভাবে রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করে তাহলে অবশ্যই আজকের এই পোস্ট মনোযোগ সহকারে দেখে নিবেন। তাহলে আপনি জানতে পারবেন রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম সম্বন্ধে। তাহলে চলেন বন্ধুরা জেনে নেই রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার পদ্ধতি A to z নিচে আলোচনা করা হল 👇👇
রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার শর্ত ২০২২.
(১) রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার 30 দিন কমপক্ষে পর্যন্ত করতে পারবেন।
(২) একবারে 5 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
(৩) একদিনে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
(৪) এক মাসে সর্বোচ্চ (এক হাজার) টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
(৬) প্রতিবার ট্রান্সফারে উভয় পক্ষ থেকে দুই টাকা+ভ্যাট চার্জ করা হবে।
রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার উপায় ২০২২
রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে নিচের নিয়ম গুলো ফলো করুন।
রবি থেকে রবি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য *১৪০*৬*২# এই কোড ডায়াল করতে হবে ।
তারপর আপনি কত টাকা টান্সফার করতে চান তা লিখুন। তারপর send বাটনে ক্লিক করুন।
তারপর এইরকম আসবে, আপনি কোন নাম্বারে টাকা টান্সফার করতে চান সেই নাম্বারটা লিখুন। তারপর send বাটনে ক্লিক করুন। এবং সাথে সাথেই একটা এসএমএস আসবে এবং আপনার টাকা ঐ নম্বরে ট্রান্সফর হয়ে যাবে
।
শেষ কথা,
আশা করি, রবি সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করার কোড এই পোস্ট আপনার ভালো লেগেছে। আপনি যদি এই পোষ্টের কোন কিছু না বুঝতে পারেন। তাহলে কমেন্ট করেন আমি আপনাকে সহযোগীতা করার চেষ্টা করব।
Genrerating Link.... 15 seconds.
Your Link is Ready.
0 Response to "রবি সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করার কোড ২০২২"
Post a Comment