meta name="title" content="articlelevy.com is the best online income way and information system"

গার্মেন্টস ওয়াশিং বই pdf

Ad Code Here

গার্মেন্টস ওয়াশিং বই pdf ডা্ইং ফিনিশিং এ  ব্যবহার করা  ক্যামিক্যাল এর নাম  এবং এর ব্যবহার নিচে দেয়া হলো ।

১.সোডাঃ

কালার ফিক্সিংকরে  কোভেলেন্টবন্ড তৈরি করে  এবং তাছাড়া পিএইচ  কন্টল এবং ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জন্য ব্যবহারকরা হয় ।

2.পার-অক্সাইড

ফেব্রিকের মধ্যে থাকা ন্যাচারাল গ্রে কালার রিমুভ করতে ব্যবহার করা হয় ।

৩.স্টেবিলাইজার

পার- অক্সাইডের রিয়েকশন ইস্টেবল করার জন্য ব্যবহার করা হয় । এটি ব্যবহার না করলে পার অক্সাইড খুব দ্রুত ভেঙ্গে পার হাড্রোঅক্সিল আয়নগুলি শেষ করে ফেলবে যা ব্লিচিং  এর জন্য দায়ী ।

৪.ডিটারজেন্ট

অয়েটিং   অথবা ক্লিনিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয় ।

৫.এন্টিক্রিজিং এজেন্ট

নিটিং এর পর এবং ওয়েট প্রসেসিং এর সময়  ফেব্রিকে  ভাজ অথবা ক্রিজ পরে  ফলে শেড আনইভেন আসতে পারে ডাইং এর সময় ।তাই তা দুর করতে একধরনের  ক্রিজ রিমুভার ব্যবহার করা হয় যেন ক্রিজ না পরে । এটি লুব্রিকেশন টাইপের ক্যামিকেল ।

৬.ওয়েটিং এজেন্ট

সারফেস টেনসন দুর করে ফেব্রিকের ভিজানের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় । এটি ওয়েটিং  প্রপারটি দুর করে ।

৭.সিকুস্টারিং এজেন্ট

পানির মধ্যে থাকা মেটাল আয়ন এবং হাডনেস দুর করতে এবং পানিকে সফট করতে ব্যবহার করা হয় ।

৮.রিডাকশন  এজেন্ট

ফেব্রিকের সারফেসে লেগে থাকা এক্সটা  ডাইস দুর করার জন্য এটি ব্যবহার করা হয় ।

৯.সোপিং এজেন্ট

অতিরিক্ত  কালার দুর করার জন্য ফেব্রিক ওয়াস করার সময় ব্যবহার করা হয় ।এটি লিকুইড সোপ।

১০.এনজাইম

ফেব্রিকের হেয়ারিনেস দুর করার জন্য  সফট ব্যবহার করা হয় ।এনজাইম পিলিং দুর করে ।

১১.এন্টিফোমিং এজেন্ট

 ডাইবাথে যেন ফোম ক্রিয়েন না হয়  তা দুর করতে ব্যবহার করা হয় ।লিকারে যেন ফোম ক্রিয়েট না হয় তার জন্য এই ক্যামিকেল ব্যবহার হয় ।

১২.সফটনার

    ফেব্রিক সফট করতে সাধারনত এটি ব্যবহার হয়

১৩.হাইড্রোজ

ফেব্রিকের গাথেকে  কালার তুলতে এটি  ব্যবহার করা হয় ।একে বলা হয় রিডিউসিং   এজেন্ট  ।

১৪.লেভেলিং এজেন্ট

ফেব্রিকের মধ্যে সমভাবে   ডাইস ক্যামিকেল সমানভাবে ডিস্টিবিউশন হয়  তার জন্য ব্যবহার করা হয় ।একে ডাই রিটেন্ডারিং এজেন্ট বলে ।

১৫.লবন

ফেব্রিকের সারফেসে ডাইবাথে ডাইজ আনতে সাহাজ্য করে । চার্জ নিউটাল করে ।

১৬.ফিক্সিং এজেন্ট

কালার ফিক্সিং  করার জন্য  ব্যবহার করা হয় ।

১৭.O,B.A

 অপটিক্যাল ব্রাইটেনার ফেব্রিকের  ব্রাইটনেস ,হোয়াইটনেস বাড়াতে ব্যবহার করা হয় ।

১৮.হাইড্রোজ রিমুভার

হাইড্রোজের কর্মক্ষমতা দুর্বল করতে এবং দুর করতে এটি ব্যবহার করা হয় ।

১৯.এসিটিক এসিড

ফেব্রিককে নিট্রাল করতে ,ব্যসিক কন্ডিশন দুর করতে এবং পি এইচ   কন্টল করতে এটি ব্যবহার করা হয় ।এটি টেক্সটাইল এ   সর্বাধিক ব্যবহিত এসিড ।

২০.স্পারসিং এজেন্ট

পলিস্টার ফেব্রিকে ডাইজ যেন সমান ভাবে প্রকাশ করে  তার জন্য ব্যবহার করা হয়  । এটি পলিস্টারের লেভেলিং ও বলা যায় ।

২১.সোডিয়াম এসিটেট

পলিস্টার ডাইং এর সময় পি,এইট  যেন  স্টেবল   বা   কন্টল থাকে তার জন্য ব্যবহার করা হয় ।একে বাফারিং এজেন্ট ও বলে  ।

২২.অয়েল রিমুভার

ফেব্রিকের গায়ে থাকা  অয়েল রিমুভ করার জন্য এটি  ব্যবহার করা হয় ।

২৩.লুবরিকেন্ট

টেক্সটাইল  ম্যাটেরিয়েল এর ভেতরের   স্টেটিক ইলেকট্রিসিটি    দুর করার জন্য  লুবরিকেন্ট   ব্যবহার করা হয় ।

২৪.প্রোটনিক কেমিক্যাল

ফেব্রিকের   লাইনমার্ক  দুর করতে ব্যবহার করা হয় ।

২৫.বায়ো স্কাওরিং  কেমিক্যাল

মাল্টিপারপাস ট্রিটমেন্ট এর উদ্দেশ্য এটি ব্যবহার করা হয়   । বিশেষ করে স্কাওরিং ,ব্লিচিং  ,এনজাইম এক সাথে ।

২৬.এপ্রিটন

এটি ক্যালসিয়াম অক্সাইড জাতীয় কেমিক্যাল ।এটি কপড়কে হার্ড  করে ।

২৭.PVA  গাম

পলিভাইনাল এল কোহোল এটি একটি পলিমার এটি ফেব্রিককে হার্ড  করে ।

২৮.এনজিনেট গ্রাম

এটি ন্যাচারাল গাম ,যা লিকার সলিউশন এর  ভিসকোসিটি বাড়াতে সাহায্যে করে ।

 

 

 

 

 

 

 

 

 

 

Fabric Inspection  করা হয়কেন ?

উত্তর: Fabric  এর গুনগত মান  নির্ণেয় করার জন্য ফেব্রিক  ইন্সপেকশন করা হয় ।যাতে উন্নত মানের গার্মেন্টস তৈরি করা হয় ।

 

ফেব্রিক  ইন্সপেকশনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা  আলোচনা কর ।

১.বায়ারের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ।

২.অপ্রয়োজনী কাটিং করার পর  বায়ার দেরকে আমরা সঠিক গার্মেন্টস দিতে পারবো না । তখন কোম্পানীর বিরাট ক্ষতির সম্মুখিন হয় । এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফেব্রিক ইন্সপেকসন করা হয় ।

৩.রিজেক্ট ফেব্রিক কাটিং করার পর সঠিক গার্মেন্টস তৈরি করা সম্ভব নয় । ফলে সময়মত শিপমেন্ট দেওয়া যাবে না । তাই এই সময়  অপচয় রোধ করার জন্য ফেব্রিক ইন্সপেকশন করা হয় ।

৪.কোম্পানীর সুনাম রক্ষার্থে  ফেব্রিক ইন্সপেকসন করা হয় ।

৫.অর্থের অপচয় রোধ এবং বেশি লাভের জন্য ফেব্রিক ইন্সপেকশন করা হয় ।

 

 

 

0 Response to "গার্মেন্টস ওয়াশিং বই pdf"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads