গার্মেন্টস GPQ এর কাজের বিবরণ
Ad Code Here
গার্মেন্টস GPQ এর কাজের বিবরণ
ক্রেতা QC এর সাথে PP মিটিং এর ব্যবস্থা করুন এবং PP মিটিং এর প্রয়োজনীয় কাজ করুন।
গার্মেন্টস কাটা, সেলাই এবং ফিনিশিংয়ে ক্রেতার মানের প্রয়োজনীয়তা অনুসরণ করুন।
ক্রেতার নমুনার প্রয়োজনীয়তা অনুসরণ করুন, নমুনার মান নিশ্চিত করুন এবং সঠিক সময়ে ক্রেতার কাছে পৌঁছে দিন।
বিশেষ করে সেলাই এবং গার্মেন্টস ফিনিশিং এর সব মানের পয়েন্ট চেক করুন।
গার্মেন্টস ত্রুটি নিয়ন্ত্রণে রাখতে বিভাগ অনুযায়ী মান পরিদর্শন করা।
ক্রেতার শেষের যে কোনো মান নিয়ন্ত্রণকারী বার্তা সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দিন।
ক্রেতার চূড়ান্ত মানের পরিদর্শনের আগে শেষ পণ্যের গুণমান নিশ্চিত করুন।
ক্রেতার সমস্ত প্রয়োজনীয়তার সাথে চূড়ান্ত পরিদর্শনের ব্যবস্থা করুন।
কিউসি ফাইল এবং বাল্ক পোশাকের নমুনার সবকিছু নিশ্চিত করুন।
বাড়ি কেনার নমুনা অনুমোদন নেওয়া।
চূড়ান্ত পরিদর্শনের সময় কিউসিতে ক্রেতার সাথে কাজ করুন।
কোন মানের সমস্যা সম্পর্কে ক্রেতা QC এর সাথে যোগাযোগ করুন।
GPQ কারখানার মান ব্যবস্থাপনা ব্যবস্থায় তার বায়ার কোয়ালিটি ম্যানুয়াল বাস্তবায়ন করে।
গার্মেন্টস কারখানায় ক্রেতা QC প্রতিনিধি হিসেবে কাজ করুন।
গার্মেন্টসে জিপিকিউ জব
সাধারণত, GPQ এই পদগুলির অধীনে কাজ করে এবং এটি কারখানার দ্বারা কারখানার পরিবর্তিত হতে পারে। বেশিরভাগ কারখানায় GPQ চাকরির জন্য একটি পোস্ট পাওয়া যায়। GPQ এর কাজের শিরোনাম হতে পারে:
GPQ
সিনিয়র জিপিকিউ
জিপিকিউ ইনচার্জ
জিপিকিউ অফিসার
এক্সিকিউটিভ জিপিকিউ
এক্সিকিউটিভ-জিপিকিউ
সহকারী জিপিকিউ ম্যানেজার
জিপিকিউ ম্যানেজার
জিপিকিউ এর কাজ সমূহ
১.মার্চেনডাইজার এর কাছ থেকে এপ্রোভ স্যাম্পল বায়ারের সর্বশেষ কমেন্টস সহ সকল ডকুমেন্ট ও ফাইল বুঝে নিয়ে প্রোডাকসন ও ফ্লোর কোয়ালিটি টিম কে বুঝিয়ে দেয়া
২.ইয়ার্ন কালার সোয়াচ চেক করে এপ্রোভাল দেওয়া এবং প্রোডাকসন ,ওডারশীট,পিও শীটের সাথে মিলিয়ে চেক করে নিশ্চিৎ করা ।
৩,বায়ার ,স্টাইল কালার এবং ফ্যাক্টরি ওনুযায়ী প্রতিদিনের প্রোডাকশন রিপোর্ট সংগ্রহ করে মার্চেনডাইজার ও কোয়ালিটি বিভাগীয় প্রধানকে দেওয়া ও নিজের কাছে সংগ্রহ করে রাখা ।
৪, বায়ার এর সর্বশেষ কমেন্ট অনুযায়ী যে কোন স্টাইল এর প্রোডাকশন শুরু করার পূর্বে একটি সাইজ সেট তৈরি করা ,সাইজসেট তৈরি করার সময় [স্টাইলিং ,নিটিং প্যানেল টেনশন,লিংকিং ইয়ার্ণ,স্টিচ ,শেপ,ওয়াশ/হ্যান্ডফিল,এক্সেসোরিজ,আইরন বোর্ড ,মেজারমেন্ড এবং ফাইল মেজারমেন্ট বায়ারের সর্বশেষ কমেন্ট ও এপ্রোভ স্যাম্পল এর সাথে মিলিয়ে চেক করে সঠিকভাবে তৈরির বিষয় নিশ্চিৎ করা ।
৫.সাইজ সেট চেক করার সময় বায়ারের কমেন্টস ও এপ্রোভাল স্যাম্পল এর সাথে মিল থাকলে পি,পি মিটিং এর ব্যবস্থা করা ও ট্যাকনিক্যাল ও কোয়ালিটি ইসু নিয়ে পি,পি মিটিং এ আলোচনা করা । পরবর্তিতে পি,পি মিটিং এর গৃহিত সিদ্ধান্তসমূহ বাল্কপ্রোডাকশন চলাকালিন সময়ে বিষয়গুলো নিশ্চিৎ করা ।
৬.বায়ারের সকল রিকোয়ারমেন্ট মার্চেনডাইজার এর কাছ থেকে বুঝে নিয়ে ফ্লোর কর্মকর্তাদেরকে বুঝিয়ে দেয়া এবং ক্রিটিক্যাল বিষয়সমূহ আলোচনার মাধ্যেমে সমাধান করে সেই অনুযায়ী কাজ করিয়ে সেকশন অনুযায়ী গার্মেন্টস চেক করে মিলিয়ে দেখা ।
৭.নিটিং থেকে প্যাকিং পর্যন্ত বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হচ্ছে কি না তা চেক করে রিপোর্ট করা ।
৮.বাইং কিউ সি/মার্চেন্ডাইজার এর কাছ থেকে কার্টুন মেজামেন্ট ও ফোল্ডিং মেজারমেন্ট ও এই সকল কাজ সঠিকভাবে হওয়ার বিষয় নিশ্চিৎ করা ।
৯.যে কোন স্যাম্পল বায়িং কিউ,সি কে দেওয়ার পূর্বে নিজে চেক করে নিশ্চিৎ করা ।
১০.বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজসেট,পি,পি স্যাম্পল,ইনহাউজ টেস্ট স্যাম্পল,শিপিং স্যাম্পলসহ অন্যান্য স্যাম্পলসমূহ যথা সময়ে রেডি করা ও চেক করে পাঠানোর ব্যবস্থা করা ।
১১.স্টাইল ও পি,ও অনুযায়ী ফিনিশিং চলাকালিন সময়ে ঘনঘন ইনলাইন করার মাধ্যেমে প্রত্যেকটি প্রক্রিয়া সঠিক হওয়ার বিষয় নিশ্চিৎ করা ।
১২.ফাইনাল ইস্নপেকসন এর পূর্বে প্যাকিং লিস্ট এবং পি,ও শীট নিয়ে তা যাচাই পূর্বক বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী তা ঠিক আছে কি না তা চেক করে সঠিকভাবে প্যাকিং হওয়ার বিষয় নিশ্চিৎ করা ।
১৩.ডিপার্টমেন্ট এর কোন আদেশ নির্দেশ বা বায়ার কর্তৃক কোন নির্দেশনা থাকলে তাৎক্ষনিকভাবে টিম ও ব্রান্ডের সাথে সম্পৃক্ত সকল সদস্যকে জানানো এবং পদক্ষেপ গ্রহন করা ।
১৪.সকল ফ্যাক্টরিতে দায়ীত্বপ্রাপ্ত বায়ার /ব্রান্ড স্টাইল শীপমেন্ট ডেট অনুযায়ী ইনলাইন ,প্রীফাইনাল ও ফাইনাল ইন্সপেকশন করে রিপোর্ট করা এবং স্টাইল অনুযায়ী ফাইল করে সংরক্ষন করা ।
১৫.বায়ার এর সার্টিফাইড অডিটর হিসেবে প্রত্যেক স্টাইল এর নিটিং থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত বায়ার এর কাজ শুরু হওয়ার সাথে সাথেই ইনলাইন করা ,২৫% থেকে ৭০% গার্মেন্টস প্যাকিং সম্পূর্ণ হলে ইনলাইন করা এবং ৭০% এর উপরে হলে প্রিফাইনাল করা এবং ১০০% হলে ফাইনাল ইন্সপেকশন করা ।
১৬.যে ফ্যাক্টরির ইনলাইন/প্রিফাইনাল করা হবে ডিফেক্ট গার্মেন্টস ও রিপোর্ট সহ সে ফ্যাক্টরির সংশ্লিষ্ট সুপারভাইজার /ইনচার্জ সহ কোয়ালিটি ইনচার্জ ও প্রোডাকশন ম্যানেজারকে রিপোর্ট দেখানো এবং ডিফিক্ট এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ারকারদের সাথে আলোচনা করা । পাশাপাশি রিপোর্ট এর গুরুত্ব অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে হেড অব কি উ এ/প্রোডাকশন ডিরেক্টরকে অবহিত করা ।
১৭.ফ্লোরে কাজ করার সময় কোন সেকসন এ অনিয়ম দেখলে সেকশন প্রধান কে জানানো এবং প্রয়োজন পদক্ষেপ গ্রহন করা ।
১৮.কর্মক্ষেত্রে সবসময় কমপ্লায়েস্নের নিয়োম মোতাবেক কাজ করা এবং অফিস থেকে বের হওয়ার সময় ডিপার্টমেন্ট হেড কে অবহিত করা ।
এবিশয়ে আরো কিছু জানার জন্য এলিংকে ভিজিট করুন ।
ডাউনলোড করুন গার্মেন্টস এর ভাইবার কিছু প্রশ্ন পিডিএফ
জিপিকিউ এর কাজসমূহের প্রশ্ন ডাউনলোড করুন
ডাউনলোড করুন গার্মেন্টস রিলেটেড আরো কিছু প্রশ্ন
0 Response to "গার্মেন্টস GPQ এর কাজের বিবরণ"
Post a Comment