অধিকাংশ গার্মেন্টস-কোয়ালিটি-প্রশ্ন 2021, শীর্ষ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ইন্টারভিউ প্রশ্ন
Ad Code Here
গার্মেন্টস-কোয়ালিটি-প্রশ্ন
পকেটের ধরন
পকেট ৫ প্রকার ।
যথা ১.প্লেইন পকেট ২.রাউন্ড পকেট ৩.স্কায়ার পকেট ৪.হেক্সাগন পকেট ৫.হেমিং পকেট
লেবেলের প্রকারভেদ
লেবেল প্রধানত দুই প্রকার । যেমন ১.মেইন লেবেল ২.সাব লেবেল
সাব লেবেল অনেক প্রকার ।
যেমন ১.সাইজ লেবেল
২.কেয়ের লেবেল
৩.ডিভাইজ লেবেল
৪.জোকার লেবেল
৫.কম্পোজিশন লেবেল
৬.কান্টি লেবেল
৭.বারকোড লেবেল
৮.শেড লেবেল
৯.লাইন লেবেল
১০.ইউ,পি ,সি লেবেল
এছাড়াও রয়েছে ১.হ্যাং ট্যাগ ২.ওয়েস্ট ট্যাগ ৩.প্রাইজ স্টিকার ৪.লেগ স্টিকার ৫.সিপিং মার্ক স্টিকার ৬.রেশিও স্টিকার ৭.পলি স্টিকার ৮.কার্টুন স্টিকার ৯.এলার্ম ডিভাইজার ১০.পকেট ফ্লাসার ।
জিপার এর ধরন
একটি জিপার এর ৫ টি অংশ ।
১.রানার ২.পুলার ৩.টিথ ৪.টেপ ৫.স্টপার
জিপার তৈরির দিক থেকে ৩ প্রকার ।
১.মেটাল জিপার ২.প্লাস্টিক জিপার ৩.লাইলন জিপার
এ্যাসোটমেন্ট এর ধরন
এ্যাসোটমেন্ট ৪ প্রকার ।১.সলিট কালার সলিট সাইজ ২.এ্যাসোট কালার সলিট সাইজ ৩.সলিট কালার এ্যাসোট সাইজ ৪.এ্যাসোট কালার এ্যাসোট সাইজ
ইন্টার লাইনিং এর ধরন
ইন্টার লাইনিং ৩ প্রকার । যথা -
১.টি/সি ইন্টার লাইনিং ২.পলিস্টিার ইন্টার লাইনিং ৩.গনওয়েভেন ইন্টার লাইনিং ।
বাটন এর ধরন
বাটন তিন প্রকার । যথা-
১.পলি বাটন ২. ম্যাটেরিয়াল বাটন ৩.চক বাটন
হেম এর ধরন
হেম ২ প্রকার । যথা -
১.প্লেইন হেম ২.টেইলড হেম বা বটম ।
ইয়ক এর ধরন
সাধারনত ইয়ক ৩ প্রকার । যথা -
১.ওয়ান পিচ পেন্টইন ইয়ক
২.টু পিচ সিংগেল ইয়ক
৩.টু পিচ ডাবল ইয়ক
ডাইং এর প্রকার ভেদ
ডাইং দুই প্রকার ।যথা -
১.সলিড ডাইং ঃ কাপড় তৈরি করার পরে ডাইং করাকে বুঝায় ।
২.ইয়ার্ন ডাইং ঃসুতা ডাইং করার পরে কাপড় তৈরি করাকে বুঝায় ।
মার্কার এর প্রকার ভেদ
মার্কার তৈরির দিক থেকে ২ প্রকার । যথা -
১.ম্যানুয়াল মার্কার
২.ক্যাড মার্কার
মার্কার সাধারণত ৫ প্রকার ।
১.ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে
২.অল গার্মেন্টস ওয়ান ওয়ে
৩.সেলভেস টু সেলভেস মার্কার
৪.ব্লক বা গ্রুপ মার্কার
৫.সুইং ম্যাচিং সলিড মার্কার
কাটিং লে এর ধরন
লে দুই ধরনের । যথা -
১.সিংগেল পার্টস লে
২.পেয়ার পার্টস লে ঃএক সাথে এক পেয়ার অর্থাৎ বামে এবং ডানে কাটিং হবে।
কয়েক ধরনের পলি
১.এ্যান্টান্ডার্ড পলি
২.এডিসি পলি /ওয়ান টাইম পলি
৩.প্রিলক পলি
৪.গ্যাজেট পলি
৫.বিলিস্টার পলি
৬.পিচ পলি
গামটেপ এর ধরন
গামটেপ ২প্রকার ।যথা-
১.৫০ মি.মি. ন্যাচারাল গামটেপ
২.২৫ মি.মি.কালারড গামটেপ
What is a light box?
The box inside which the shade of fabric is checked by four types of lighting is called light box.
The names of the lights are given below
** The name of the light in shop light is TL83
** The name of the light in Day Light is D65
** Tungsten Indoor Light (A - Light is the name of the light in the round bulb used in the house
** Optical Brightness - The name of the light in OBA (dark purple light) is UV Light
What is CBM? How CBM is diagnosed.
CBM cm = Carton Bottom Measurement.
CBM = (Length × Width × Height) cm. × Carton Quality ÷ 10,00,000
CBM inches = (length × width × height) cm. × carton Quantity ÷ 61,023
What is 4 Point System? How to diagnose it
Answer: Determining the maximum 4 points in a yard of fabric is called 4 point system.
Below is a fabric inspection of the 4 point system
Size of defect point
3 Inch or Less 1 point
Above 3 Inches, But not Over 6 Inches 2 points
Above 6 Inches, But not over 9 inches 3points
Above 9 Inches 4 points
Liner Yard: (Total defective point 100) / (Length of Roll)
Square: (Total Defective points × 36 × 100) / (Length of roll × width)
40% Defect Acceptable in 4 point system
Some
Defects Name
SKIP
STITCH |
অনিয়মিত
সেলাই |
BROKEN
STITCH |
কাটা/ভাঙা সেলাই |
DOWN STITCH |
পড়ে
যাওয়া সেলাই |
OVER STITCH |
অতিরিক্ত |
INCOMPLETE
STITCH |
অসমাপ্ত |
MISSING STITCH |
বাদ
পরে যাওয়া |
NARROW
STITCH |
খারাপ |
THICK/WIDE STITCH |
মোটা
সেলাই |
OPEN STITCH |
খোলা
সেলাই |
VISIBLE STITCH |
দৃশ্যমান
সেলাই |
IRREGULAR STITCH |
অসমান
|
TENTION
LOOSE |
হালকা
|
PUCKRING |
পাকানো
|
TWISTING |
মোড়ানো
|
WEAVING |
ঢেউ |
SHEARING
|
কুঁচি
|
GATHARING
|
জড়ানো
|
HI
– LOW |
উচু
নিচু |
UP
– DOWN |
উঠা
নামা |
UNVEN |
আকা বাকা |
SLANTED |
বাকা |
SHADING |
রংয়ের
তারতম্য |
SPOT |
দাগ |
DARTY
STAIN |
কঠিন
বা গাঢ় দাগ |
OIL SPOT |
তৈলের
দাগ |
DISPLACE |
জায়গা
পরিবরতন |
NEEDLE
MARK |
সুই
য়ের দাগ |
DAMAGE |
ক্ষয় |
HOLE |
ছিদ্র |
REJECT |
ছিড়ে যাওয়া |
FLY
YARN |
উড়ন্ত সুতা |
MISSING
YARN |
বাদ
পরা সুতা |
KNOT |
গিট্টু |
WAY
MISTAKE |
আড়া খারা দিগ পরিবর্তন |
POOR
SHAPE |
খারাপ
সেপ |
PLEAT |
ভাজ |
PROJECTION |
ঠোট বের হওয়া |
CREASE
MARK |
ভাজের
দাগ |
IRON
MARK |
আয়রনের
দাগ |
RAWEDGE
OUT |
কাঁচা
বের হওয়া |
RAW
STITCH OUT |
কাঁচা
সেলাই বের হওয়া |
MEASUREMENT
MISTAKE |
ভুল
মাপ |
UN
BALANCE |
স্বাভাবিক
না থাকা |
UN
MATCHING |
ভুল
মিলানো |
LOB
SHOW |
নিচের
অংশ দরশন হওয়া |
COLOUR SPREAD |
রং
লেপটিয়ে যাওয়া |
REVERSE |
উল্টা |
MIS
PRINT |
ভুল
নকশা/ভুল ছাপা |
OPEN
SEAM |
খোলা
সেলাই |
ANGLE |
বাকা
তেরা |
FABRIC FAULT |
কাপড়ের দুশ ত্রুটি |
FOREIGN
YARN |
অসঙ্গত
সুতা |
|
|
১/৩২ পোয়া সুতা |
১৭/৩২
সোয়া চার সুতা |
১/১৬ হাফ সুতা |
৯/১৬ সাড়ে চার সুতা |
৩/৩২
পনে এক সুতা |
১৯/৩২ পনে পাঁচ সুতা |
১/৮ এক সুতা |
৫/৮ পাঁচ সুতা |
৫/৩২ সোয়া
এক সুতা |
২১/৩২
সোয়া পাঁচ সুতা |
৩/১৬ দেড় সুতা |
১১/১৬ সাড়ে পাঁচ সুতা |
৭/৩২ পনে দুই সুতা |
২৩/৩২ পনে ছয় সুতা |
১/৪ দুই সুতা |
৩/৪
ছয় সুতা |
৯/৩২ সোয়া তিন সুতা |
২৫/৩২
সোয়া ছয় সুতা |
৫/১৬
আড়াই সুতা |
১৩/১৬ সাড়ে ছয় সুতা |
১১/৩২ পনে তিন সুতা |
২৭/৩২
পনে সাত সুতা |
৩/৮
তিন সুতা |
৭/৮
সাত সুতা |
১৩/৩২ সোয়া তিন সুতা |
২৯/৩২
সোয়া সাত সুতা |
৭/১৬
সাড়ে তিন সুতা |
১৫/১৬
সাড়ে সাত সুতা |
১৫/৩২ পনে চার সুতা |
৩১/৩২
পনে আট সুতা |
১/২ চার সুতা |
১‘‘ আট সুতা বা ১ ইঞ্চি |
Clock wise check system কিভাবে করা হয় ?
উত্তর ঃঘড়ি যেমন একটি নির্দিষ্ট স্থান থেকে চলা শুরু করে এবং উক্ত নির্দিষ্ট স্থানে একবার ছুঁয়ে আসে । তেমনি কোন প্রসেস একাধিকবার
চেক না করে এবং কোন প্রসেস বাদ না দিয়ে নির্দিষ্ট নিয়মে চেক করাকেই
Clock wise check করা বলে ।
Garments Safety Issue বলতে কি
বুঝায় এবং এগুলো কি কি?
উত্তর ঃ একটি পোশাক পরিধানের পর পোশাক
ব্যবহারকারী যদি কোন কারণে নিজেকে অনিরাপদ মনে করেন তবে তাকেই Safety Issue বলে । যেমন
ঃ ১.পোশাকের মধ্যে এমন কোন উপাদান থাকা বা
ধারালো প্রন্ত থাকা যা দ্বারা ত্বকের ক্ষতি
হতে পারে । ২.এমন কোন অনিরাপদ সেলাই,যা যেকোন সময় খুলে গিয়ে পোশাক পরিধানকারীর সমস্যা হতে পারে বা তিনি
বিব্রতকর অবস্থায় পরতে পারেন । ৩.বাচ্চাদের ক্ষেত্রে বাটন,রিভিট ইত্যাদি
কামড় দিয়ে ছিড়ে ফেলতে পারে অথবা ইলাস্টিক,ড্রস্টিং
ইত্যাদি এ ধরনের উপাদান যাতে তার ক্ষতির কারণ না হয় তার দিকে খেয়াল রেখে সেভাবে পোশাক
তৈরি করা ।
জে সি পেনি quality control সিস্টেম
এ ৪ টি ভাগে ভাগ করেছে ।
1.piece
goods quality control .(Fabric Inspection )
2.Cutting
Department Quality Control
3.In –
process Quality control
4.Finishing Department Quality control .
Some Important Question:
1.What
is shad band ?
প্যাকিং লিস্ট অনুযায়ী প্রত্যেক রোল থেকে ৬ ইঞ্চি/৬ ইঞ্চি দুই টুকরা কাপড় কেটে নিয়ে রোল নাম্বার
লিখে দুইটি একই ধরনের ব্লাংকেট তৈরি করা হয় । এবং একটি ব্লাঙকেট ওয়াস করা হয় । অতঃপর রোল অনুযায়ী বিফোর ওয়াস ও আফটার ওয়ার
এর পার্থক্য ও শেড বিবেচনার ক্ষেত্রে এটি প্রয়োজন হয় ।
২.shrinkage
report কি এবং কিভাবে করতে হয় ?
shrinkage test এর সুত্র ঃ (B/w – A/W) ÷ B/W ×100=SHRINKAGE %
3.মিটার থেকে
গজ এর প্রকাশের সূত্র কি ?
উত্তর ঃ মিটার × ১.০৯৩৬ = গজ
Various Name of
Garment test
1.color fastness water – ¾ ok
2.Color fastness light - ¾ ok
3.Rubbing Test
- ¾ ok
4.Tearing
strength Test – done
5.P.H.
Test - 4.5 To
7.5 ok
6. Stitch Strength Test
কতটা শক্তি প্রয়োগে সেলাই কেটে বা ছিড়ে যায় তা পরীক্ষা
করার জন্য এই টেস্ট করা হয় ।
7.A.Z.O
test
এলার্জি বা যেকোন প্রকার চর্ম প্রদাহ সৃষ্টিকারী উপাদান আছে কি না তা পরীক্ষা করার জন্য এই টেস্ট
করা হয় ।
8.Pile Test
and Recovery
কাপড়ে গুটি বা
ববলিন উঠবে কি না তা পরীক্ষা করার জন্য এই টেস্ট করা হয় ।
9.Nickel Test
একটি কটনবাটে এ্যামোনিয়া
২ ফোঁটা ও ডাইমোথিন জেলি অক্সাইম ২ ফোঁটা দিয়ে ভিজিয়ে নির্দিষ্ট এ্যাকসোসোরিজে ৩০ সেকেন্ড ধরে
ঘষতে হবে ।যদি উক্ত এ্যাকসোসোরিজে নিকেল থাকে তাহলে কটন বাটটি পিংক কালার ধারন
করবে । আর নিকেল না থাকলে কোন কালার
পরিবর্তন হবেনা অথবা অন্যকোন কালার ধারন করবে।
10.Feras Test
যে কোন নির্দিষ্ট
স্টাইলের বিফোর ওয়াস এক টুকরা ফেব্রিক্সের উপর উক্ত স্টাইলের সকল এ্যাকসেসোরিজ সংযুক্ত করে তা ওয়াস করতে হবে ।তারপর উক্ত কাপড়ের টুকরাটি মেটাল ডিটেক্টর
দিয়ে পাস করাকে ফেরাস টেস্ট বলে ।
12.Pull test
রিভিট ,বাটন কতটা
বিপরিত শক্তি প্রয়োগ করে টানলে খুলে বা ছিড়ে যাবে
তার পরিমাপই পুল টেস্ট । সাধারনত রিবিট ,স্নাপ বাটন ও স্যাঙ্ক বাটন ৯০ নিউটন বা ৯ কেজি(১০ সেকেন্ডে) এবং স্টিচ বাটন ৭০ নিউটন বা ৭ কেজি (১০ সেকেন্ডে ) টানলে খুলে ,ছিড়ে
বা ভেঙ্গে না গেলে উক্ত এ্যাকসেসোরিজ পাস ।
13.Moister Test
প্যাককৃত গার্মেস্টেসের আদ্রতার পরিমান পরিমাপ করাকেই ময়েশ্চার টেস্ট বলে
। সাধারনত ৬৫ % এর নিচে ময়েস্চার গ্রহন যোগ্য ।
14. Lab Test
পরীক্ষাগারে পোশাকের পরিধান যোগ্যতা ও গুনগত মানের
যে বিভিন্ন পরীক্ষা করা হয় তাকে ল্যাব টেস্ট বলে ।
15.Fusing
Temperature Test
একটি ৭ সে.মি. চওড়া
ও ১৭ সে.মি লম্বা নির্দিস্ট স্টাইলের লম্বা কাপড়ের উপর থার্মোস লিট বা থার্মোস পেপার
ফিউজিং মেশিনের মধ্যে দিয়ে পাস করতে হবে
। বায়ারের দেয়া সময় ও তাপমাত্রা যদি উক্ত নাম্বারের ঘর কালো হয়ে যায় তাহলে ফিউজিং মেশিনের তাপমাত্রা ও সময় ঠিক আছে
।
What is
quality ?
উত্তর ঃ কোয়ালিটি
শব্দের অর্থ মান বা গুন । তবে গার্মেন্টসের ক্ষেত্রে বায়ারের চাহিদা অনুযায়ী পোশাকের গুনগত মান বজায় রাখাকে কোয়ালিটি বলে ।
what is
quality control ?
কোয়ালিটি
শব্দের অর্থ মান বা গুন । আর কন্টোল শব্দের
অর্থ নিয়ন্ত্রন । এর শাব্দিক অর্থ মান নিয়ন্ত্রন
। অতএব যে প্রক্রিয়ার মাধ্যমে পোশাকের গুনগত মান
নিয়ন্ত্রন করা হয় তাকে কোয়ালিটি বলে ।
0 Response to "অধিকাংশ গার্মেন্টস-কোয়ালিটি-প্রশ্ন 2021, শীর্ষ গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ইন্টারভিউ প্রশ্ন"
Post a Comment